প্রামাণিক জালাল উদ্দিনের গান
তানোর মানে ‘নাইকো মানুষ’, এ কথায় আর সত্যি নাই
মিটাই চালে দ্যাশের ক্ষুধা, শান্তি-সুখে কাল কাটাই।।
তানোর মানে শাস্ত্রে যা কয়, জংলা-বিরানভূমি
জংলা কেটে বসত করে, প্রাণের বীজ দিই বুনি
পানি সেচে বিরাণ ভূমে, ধন-ধান্যে মাঠ ভরাই।।
বিলকুমারী বিলের নামে, সেই কুমারী কাঁদে
ডাকু ডেলে হত্যা করে, বিয়ার কন্যা-বরে
সেই কথা আজ কথার কথা, খুনাখুনি ঝগড়া নাই।।
তানোর অর্থে কি আসে যায়, না হই বড় নামে
নাম ছাড়িয়া কাম করিয়া, তানোর ধন্য ধানে
তানোর এখন সবুজ-শ্যামল, এ কথায় আর মিথ্যা নাই।
Be First to Comment