সুখী হতে কে না চায়?
ভারতীয় চার্বাক সম্প্রদায়ের মতে, সুখ বা সুখভোগ মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। তবে তাদের ভাষায় ”সুখের জন্য, ঋণ করে হলেও ঘি ভাত খাও’- কথাটি পুরোপুরি মানতে না পারলেও একথা সত্য যে, মানুষ মাত্রেই সুখী হতে চায় এবং দুঃখ পরিহার করতে চায়। সুখী হতে কে না চায়? যা মানুষের পক্ষে সুখদায়ক তা ভাল আর যা সুখের পরিপন্থী …