Press "Enter" to skip to content

জীবন-মৃত্যুর গান

জীবন-মৃত্যুর গান
[জীবন রূপ মোমবাতির প্রতীকী ছবি]
দমে দমে চলছে জীবন দম ফুরালে হয় মরণ
জীবন বাঁচে যুদ্ধ করে হার মানিলে হয় মরণ।।

নর-নারীর মিলন হলে গর্ভে শিশুর জন্ম হয়
মাতৃ-গর্ভে জন্মমাত্র মরণ তাহার পিছু ধায়
মরণ ভয়ে ছুটছে জীবন, ক্লান্ত হলে হয় মরণ।।

মরণ ভয়ে ভীত রে মন মরতে নাহি মনটা চায়
ভবের হাটে হাজার বছর কষ্ট সয়েও বাঁচতে চায়
এত মনের বাঁচার আশা, তবু কেন হয় মরণ??

জীবনের এমন ধরণ জন্ম নিলে মরতে হয়
জীবন দিয়ে মৃত্যু কিনে হিসাব শেষে শূণ্য রয়
এ যে শুধু আশা-যাওয়া, দিন ফুরালে হয় মরণ।।

আরো পড়ুন:

আজব দেশের আজব মানুষ

Be First to Comment

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    20 − 17 =