About Us | এক নজরে Grambangla24.Com

GramBangla24.Com
[GramBangla24.Com Logo]
GramBangla24.Com সম্পর্কে (About Us) বিস্তারিত জানুন ও আমাদের মহতী উদ্যোগের সাথে থাকুন।

GramBangla24.Com (গ্রামবাংলা২৪.কম) বাংলার ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, কৃষি ও প্রযুক্তি তথ্য সংগ্রহ ও সরবরাহের লক্ষ্যে ১৮/০৯/২০১৩ খৃষ্টাব্দে যাত্রা শুরু করে।

গ্রামবাংলার লোকায়ত ঐতিহ্য, গ্রামীন জনগোষ্ঠীর সাফল্য, সমস্যা, সম্ভাবনার তথ্য ও খবরাখবর দেশ-বিদেশের বাংলাভাষী মানুষের সামনে বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সহজবোধ্য বাংলা ভাষায় শিক্ষা, সাহিত্য, কৃষি ও প্রযুক্তি তথ্য সরবরাহে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশ্বের সাথে সাথে বাংলাদেশ ও এগিয়ে চলেছে। আর এই এগিয়ে চলার পথকে আরো প্রশস্ত করতে আমাদের (গ্রামবাংলা২৪.কম) যাত্রা শুরু।

গ্রামবাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, সাহিত্য, কৃষি ও প্রযুক্তির তথ্য চাহিদা পূরণে, দেশী-বিদেশী অনেক অনলাইন মিডিয়া থাকলেও আজ পর্যন্ত তারা খুব বেশী সফল হয় নি। কারণ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজ সরল ভাব ও ভাষায় প্রয়োজনীয় তথ্য প্রদানে অনলাইনে খুব বেশী বাংলা ওয়েবসাইট নেই।

তাই গ্রামবাংলার সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় তথ্য চাহিদাকে সামনে রেখে GramBangla24.Com (গ্রামবাংলা২৪.কম) এর আত্মপ্রকাশ।

GramBangla24.Com ওয়েবসাইটে থাকবে, গ্রামবাংলার মানুষের উপযোগী ভাব ও ভাষায় বাংলার গৌরবময় ঐতিহ্য, লোকাচার, সংস্কৃতি সহ গ্রামীণ জনগোষ্ঠীর সকল খবরাখবর ও তথ্য।  বাংলার ঐতিহ্য বিভাগে তুলে ধরা হবে সেই সব হারিয়ে যাওয়া ঐতিহ্য, যা আজও গ্রামবাংলার অতীত গৌরবের চিহ্ন বহন করে।

শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।  শিক্ষার উন্নয়নে চাই সর্বস্তরে শিক্ষার প্রয়োজনীয় খবরা-খবর। বাংলাদেশের শিক্ষা, শিক্ষক, শিক্ষা ব্যবস্থা, বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পরীক্ষা, ফলাফল সহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার খবরা-খবর থাকবে শিক্ষা সংবাদ বিভাগে।

বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের রয়েছে হাজার বছরের গৌরবময় ঐতিহ্য। বাংলা ভাষার গৌরবময় ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলা সাহিত্যের চর্চা এবং বাংলা ও বিশ্ব সাহিত্যের আলোচনা-পর্যালোচনা থাকবে সাহিত্য বিভাগে।

বাংলাদেশে কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়ন ছাড়া কৃষি প্রধান বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি প্রধান বাংলাদেশের কৃষি ও চাষাবাদের তথ্য থাকবে কৃষি বিভাগে। বাংলাদেশের কৃষি ব্যবস্থা, কৃষক, উন্নত চাষাবাদ, বাজার ব্যবস্থাপনা সহ সকল কৃষি সংবাদ পাওয়া যাবে কৃষি বিভাগে।

GramBangla24.Com এর প্রযুক্তি বিভাগে থাকবে সহজ-সরল উপস্থাপনায় প্রযুক্তির সর্বশেষ প্রযুক্তি সংবাদ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সাথে গ্রামবাংলার সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেওয়া হবে এর প্রধান লক্ষ্য। সর্বাধুনিক প্রযুক্তির সাথে পরিচয়ের সাথে সাথে, একে বাস্তব জীবনে প্রয়োগ ও সাফল্য লাভ করতে সাহায্য করা হবে আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

এছাড়াও গ্রামবাংলার সাধারণ মানুষের প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ ও সরবরাহে GramBangla24.Com প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের  সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিশ্চয় আপনিও, আমাদের পাশে থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহে সাহায্য করে, আমাদের মহতী উদ্যোগের সহযোগী হবেন।

GramBangla24.Com সম্পর্কে আরো জানতে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানুন।

আপনার ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ গোপনীয়তায় বিশ্বাসী। আমাদের গোপনীয়তার নীতি সম্পর্কে জানুন।

আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগে বিশ্বাসী। আপনাদের যে কোন প্রশ্ন, সমস্যা ও মতামত জানাতে যোগাযোগ করুন।

GramBangla24.Com এ আপনার লেখা, পড়া ও মতামত প্রদান করার আগে ব্যাবহারের নীতিমালা বা ব্যবহার বিধি ভালোভাবে জেনে নিন।

GramBangla24.Com এ কোথাও কোন লেখা, চিত্র বা অন্য কোন উপাদানে কারো কোন প্রকার মেধাস্বত্ত্ব বা কপিরাইট নীতির লঙ্ঘন হয়ে থাকে, তাহলে দ্রুত আমাদের জানান।

GramBangla24.Com এ কোন লেখা, চিত্র বা মতামত এর সাথে আপনার মতপার্থক্য থাকতে পারে। দেশের প্রচলিত আইন, নৈতিকতা, ধর্ম ও অন্য কোন বিষয়ের সাথে সাংঘর্ষিক না হলে, একে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা হিসাবে বিবেচনা করা উচিত। এক্ষেত্রে পাঠকের বিবেচনা কাম্য।

GramBangla24.Com এর সহযোগী প্রকাশনা-

BD Educator

Teacher News BD