শিক্ষক.কম | www.shikkhok.com | মুক্ত জ্ঞানের মেলা

shikkhok-com-web

‘বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা’ শ্লোগানে ২০১২ সাল থেকে প্রকাশিত হচ্ছে বাংলা ভাষায় একমাত্র শিক্ষা বিষয়ক পূর্নাঙ্গ ওয়েবসাইট শিক্ষক.কম (www.shikkhok.com)। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ তথ্য প্রযুক্তির বিবিধ বিষয় সম্পর্কে বিভিন্ন কোর্স এর সম্পূর্ণ টিউটোরিয়াল পাওয়া যায় শিক্ষক.কম-এ সম্পূর্ণ বিনামূল্যে।

গ্রামীণ ও অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞানের চাহিদা পূরণের লক্ষ্যে আলাবামা বিশ্ববিদ্যালয় (University of Alabama at Birmingham) এর কম্পিউটার বিজ্ঞান বিষয় এর অধ্যাপক ড. রাগিব হাসান (Dr. Ragib Hasan) প্রতিষ্ঠিত শিক্ষক.কম (www.shikkhok.com) ওয়েবসাইটটি প্রতিষ্ঠালগ্ন থেতে অদ্যাবধি কাজ করে যাচ্ছে। আপনি চাইলে শিক্ষক.কম (www.shikkhok.com) এর শিক্ষক হতে পারবেন, আবার চাইলে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে আপনার জ্ঞানের ভান্ডার কিছুটা হলেও পূরণ করতে পারবেন।

নিম্নে শিক্ষক.কম (www.shikkhok.com) ওয়েবসাইটের বর্তমান কোর্স সমূহের তালিকা দেওয়া হল। আপনার পছন্দের কোর্সসমূহ পড়তে নিচের যে কোন একটি লিংকে ক্লিক করুন। (বহিঃ সংযোগ)

(বিঃদ্রঃ- কোর্সসমূহের তালিকা শিক্ষক.কম থেকে সংগৃহীত)

মন্তব্য করুন

eighteen + 16 =