বিশ্বাসের বিরোধিতা ও ধর্মে-ধর্মে ব্যবধান
বিশ্বাসের বিরোধিতা কি ধর্মে-ধর্মে ব্যবধান তৈরী করেছে? মানুষ কিছুটা হলেও স্বাধীন চিন্তা করতে পারে বলে, জাগতিক বিষয় ভাবনার সাথে সাথে অতি জাগতিক বা অতীন্দ্রিয় ভাবনায় কখনো সে আছন্ন হয়ে পড়ে। মানুষ মরণশীল হবার কারণে, জগতে জন্মেই সে তার স্থান খোঁজার চেষ্টা করে। জগতে মানুষের ক্ষুদ্র অবস্থানের কারণে সে তার চেয়ে বৃহৎ কোন কিছুর কাছে নত …