GramBangla24

শিক্ষা, সাহিত্য, কৃষি ও প্রযুক্তি তথ্য

MPO ভুক্ত শিক্ষকের জুলাই মাসের বেতন হস্তান্তর

MPO-জুলাই

MPO ভুক্ত শিক্ষকের জুলাই মাসের বেতন হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিস পাতায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

বেসরকারী এমপিও (MPO) ভুক্ত শিক্ষক (স্কুল ও কলেজ) এর জুন মাসের বেতন ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যংক সমূহে হস্তান্তর করা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের শাখা থেকে নিজ অ্যাকাউন্টের মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করা যাবে ০৮/০৮/২০১৮ তারিখ পর্যন্ত।

এছাড়া, অধিদপ্তরের ওয়েবসাইটে শূন্য পদে নতুন শিক্ষকের এমপিও ভুক্তি, টাইম স্কেল, উচ্চতর স্কেল সহ এমপিও হালনাগাদ দেখা যাবে। এমপিও আপডেট জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর এমপিও হালনাগাদ পাতায় যেতে হবে।

এমপিও হাল নাগাদ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সম্প্রতি প্রকাশিত

মন্তব্য করুন

GramBangla24.Com © 2013-2019 Privacy Policy