Press "Enter" to skip to content

বন্দী হইয়া সোনার ময়না

প্রামাণিক জালাল উদ্দিনের গান

বন্দী হইয়া সোনার ময়না, কাঁদলি জনম ভর–
তোর কান্দনে কান্দি আমি, চোখের জলে হয় সাগর।।

পোষ মেনে তুই সোনার খাঁচায়, বাঁধলি আপর ঘর
পরলি পায়ে সোনার শিকল, আপনকে তুই করলি পর
ঘর ভেবে তুই কয়েদখানায়, থাকবি কত আর।।

শিকলি বুলি যা শেখালাম, ভুললি বনের গান
আমার ব্যথা সইতে পারিস, দিয়ে নিজের প্রাণ
যদি পারিস ভেঙ্গে ফেলিস, মায়ার ঐ পিঞ্জর।।

আগে যদি জানতাম রে ময়না, কষ্ট হইবে তোর
না পরাইতাম সোনার শিকল, না রাখতাম পিঞ্জর
যারে পাখি উইড়া যারে, কইরা আমায় পর।।

Be First to Comment

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    three × 1 =