Press "Enter" to skip to content

তোর যে খোকা শহীদ হয়ে বিজয় এনেছে

[গানটি উৎসর্গ করলাম সেই সব মায়েদের যারা ভাষা ও দেশের জন্য সন্তান হারিয়ে আজও তাদের পথ চেয়ে বসে আছে]

কাঁদিস নে মা কাঁদিস নে তোর খোকা ফিরেছে
তোর যে খোকা শহীদ হয়ে বিজয় এনেছে।।

বর্গী শাসক লুটছে মা তোর সোনার বাংলাটা কে
ঘুমপাড়ানির গল্পে মাগো ঘুম যে আসে না রে
তোর যে সুখের জন্য খোকা, তোকে ছেড়েছে।।

তোর যে খোকা যুদ্ধে গেল দেশমাতারই টানে
দেশটা হলো মায়ের সমান এই কথাটা মেনে
তোকে ভুলে দেশটাকে মা, স্বাধীন করেছে।।

যখন মা তুই কাঁদবি বসে খোকার জামা নিয়ে
রক্তে রাঙা ঐ পতাকায় দেখিস মা তুই চেয়ে
তোর যে খোকা আছে মিশে, বুকের রক্ত দিয়ে।।

Be First to Comment

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    one + ten =