প্রামাণিক জালাল উদ্দিন-এর গান
সাম্যের গান
জয় হোক জয় হোক বাঙালী ও বাংলাদেশের
লাখো প্রাণে কেনা দেশে জয় হোক সাম্যের।।
জয় হোক কৃষকের মেহনতি মানুয়ের জয়—
সবার অন্ন দিতে জীবনটা তিলে-তিলে করছে যে ক্ষয়
তাদের ঘরে আজ নিঃরন্ন হাহাকার, তাই গান গায় সাম্যের।।
শ্রমিক মজুর মুটো নিরন্ন শত-শত পায়নি আজো তার অধিকার
যাদের শ্রমে-ঘামে সত্যতা টিকে আছে করছে তারা শুধু হাহাকার
তাদের দিতে আজ সামান্য অধিকার, জয় হোক, জয় সাম্যের।।