GramBangla24.Com

শিক্ষা, সাহিত্য, কৃষি ও প্রযুক্তি তথ্য

বিয়ে করবো না করবো না করবো না লো

প্রামাণিক জালাল উদ্দিন এর গান

বিয়ে করবো না করবো না করবো না লো
কভু না পড়িয়া মূর্খ রইয়া মরবো না লো।।

তুমি হও না যত সুন্দর ধনী অতি
বড় বংশ বাবার নাম ও খ্যাতি
তবু করবো না বিয়ে মোরা করবো না লো।।

তুমি দাও না যত আমায় দামী শাড়ি
নগদ টাকা গইনা রেশমি চুড়ি-
তবু করবো না বিয়ে মোরা করবো না লো।।

কেন টো-টো করে ঘোরও আমার পিছে?
হাজার বার কল করো মোবাইল ফোনে-
তবু করবো না বিয়ে মোরা করবো না লো।।

আঠারো কমে কন্যার বিয়া হলে
শরীর-স্বাস্থ্য-সুখ যে নষ্ট হয় রে-
তাই করবো না বিয়ে মোরা করবো না লো।।

লেখাপড়া শেষে চাকরি নিয়ে
দাঁড়াতে চাই মোরা নিজের পায়ে-
তাই করবো না বিয়ে মোরা করবো না লো।।

আপনি আরো যা পড়তে পারেন:

সম্প্রতি প্রকাশিত

মন্তব্য করুন

GramBangla24.Com © 2013-2019 Privacy Policy