প্রার্থণা সংগীত (নারী)

প্রামাণিক জালাল উদ্দিন এর গান

সত্য, সুন্দর ও মঙ্গল, এইতো মোদের প্রার্থনা
জ্ঞানের আলো দাও হে প্রভু, করুণা ভিক্ষা চাহি না।।

শক্তি দিয়ো জয়ে সত্য প্রভু
সুন্দরতম লাভে টলিনা কভু
আমরা স্মরি তোমারে প্রভু, অসত্যে আর রেখো না।।

অজ্ঞতাকে আজ পিছনে ফেলে
জ্ঞানের আলো আজ জ্বলুক প্রাণে
মঙ্গল কর প্রভু সব জীবেরে, অমঙ্গল আর রেখো না।।

আমরা নারী নই অবলা
জীবন হতে সরাতে বাধা
দিয়ো গো শক্তি জগৎ ত্রাতা, দিয়ো গো সত্য পথের ঠিকানা।।

মন্তব্য করুন

twenty − 9 =