তানোর (রাজশাহী) বিষয়ক গান-১

প্রামাণিক জালাল উদ্দিন এর গান

তানোর (রাজশাহী) বিষয়ক গান

আমরা তানোর বাসী রে ভাই, আমরা ‘বরিন’ বাসী
মাঠে-মাঠে সোনা-ধানে, বাংলা মায়ের হাসি।।

আগুন মাসে আমন ধানের, লোবানেতে মাতি
বৈশাখ-জ্যৈষ্ঠে বুরার ধানে, খৈলান রয় যে ভরি
ভাদর মাসে আউশ ধানে, কৃষাণ বধূর হাসি।।

হিন্দু-মুসলিম সাতাঁল-খৃস্টান, আর যে কত জাতি
মিলে-মিশে সুখে-দুঃখে, থাকি দিবানিশি
নাই ভেদাভেদ ধর্মে-কর্মে, শান্তি-সুখে হাসি।।

মাদলেরই মাতাল তালে, সাঁতাল পাড়া মাতে
হিন্দু ভাইগণ শঙ্খ ফুকে, প্রভুরে যে ডাকে
আযান ধ্বনি দিয়ে মুসলমান, যায় নামাজে বসি।।

মন্তব্য করুন

sixteen + 12 =