জ্ঞান বিষয়ক সংগীত

প্রামাণিক জালাল উদ্দিন-এর গান

ওই ওঠে ওই নতুন সূর্য, অন্ধকারে করিস ভয়?
জ্ঞানের আলোয় অন্ধ চোখে, দৃষ্টি ফিরে দেখতে পাই।।

জ্ঞান হল পূন্য-কর্ম, জ্ঞানী মানেই পূণ্যবান
জ্ঞানের আলোয় বন্ধ ঘরে, আঁধার কেটে জাগবে প্রাণ
অজ্ঞতা পাপের কারণ, পাপে পাপেই মৃত্যু হয়।।

সত্য-মিথ্যার গোলক ধাঁধায়, ধাঁধে যখন মন
হীরা ভেবে কাচ তুলে নিই, নিত্য ক্ষতি হয় তখন
ভাল-মন্দ ন্যায়-অন্যায়, জ্ঞানের আলোয় দেখতে হয়।।

ধর্ম কলা জ্ঞান-বিজ্ঞান, শিখলে দিয়া মন
সত্য সুন্দর মঙ্গল হবে, ধন্য হবে এই জীবন
সত্যের সন্ধান করলে তবে, জগৎ হবে পূন্যময়।।

মন্তব্য করুন

two × 3 =