আপনাদের সুচিন্তিত লেখা, পড়া ও মতামত প্রদানে GramBangla24.Com উঠুক প্রাণবন্ত। এখানে আপনারা সর্বোচ্চ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তার সাথে লেখা, পড়া ও মতামত প্রদানে অংশগ্রহণ করতে পারবেন।
GramBangla24.Com ওয়েবসাইট এর গোপনীয়তার নীতি (Privacy policy) প্রকাশ করা হলো-
- আপনি আপনার ব্যক্তিগত তথ্য প্রদান না করেও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। তবে আপনি যখন আমাদের সাইটে তথ্য লিখতে, মতামত প্রদান ও জরিপে অংশগ্রহণ করতে নিবন্ধন করবেন, তখন আমরা আপনার ইউজার নেম, ইমেইল ও পাসওয়ার্ড, আইপি (IP) ঠিকানা সংরক্ষণ করবো। আমরা উপরোক্ত তথ্যগুলি সংরক্ষণ করবো কেবলমাত্র আপনার পরবর্তীতে লগইন, পাসওয়ার্ড পুনরুদ্ধার সহ বিবিধ প্রয়োজন নির্বিঘ্ন করতে । আপনি যদি স্বেচ্ছায় আপনার নাম, ঠিকানা, ছবি সহ অন্যান্য তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে চান, তাহলে তা আমরা আপনার অনুমোদন সাপেক্ষে আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করবো। তবে আপনাকে আমরা পুরোপুরি নিশ্চিত করতে চাই যে, আপনার কোন ব্যক্তিগত তথ্য আপনি না চাইলে কাউকে দেব না, প্রকাশ করবো না, বা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করবো না।
- আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ফেসবুক প্রফাইল দ্বারা নিবন্ধিত হবে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে ফেসবুক প্রফাইলের ছবি ও ইমেইল আইডি আমাদের সাইটে প্রদর্শন করতে পারেন। তবে আপনি না চাইলে আমরা আপনার ইমেইল আইডি ও অন্যান্য তথ্য প্রকাশ করবো না। আপনার ফেসবুক প্রফাইলের তথ্যগুলো সংরক্ষণ করা হবে কেবলমাত্র আপনার পরবর্তী লগইন কার্যক্রমকে সহজ করার জন্য।
- আপনি লিখতে বা মতামত দিতে নিবন্ধন করতে না চাইলেও, আমরা যেহেতু পাঠকের তথ্য পেতে গুগল অ্যানালাইটিক ব্যবহার করি, সেহেতু আমরা আপনার ব্যবহৃত ডিভাইস, অপারেটিং সিস্টেম, আপনার দেশ সহ বিবিধ তথ্য সংরক্ষণ করি। তবে আপনাদের এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত করতে চাই যে, তথ্যগুলি কেবলমাত্র আমাদের সাইটের উন্নয়ন ও পর্যালোচনার ক্ষেত্রে ব্যবহার করবো। কোন বাণিজ্যিক বা অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করবো না বা সর্বসাধারণের মাঝে প্রকাশ করবো না।
- GramBangla24.Com ওয়েবসাইট ‘কুকি’ (Cookie) সমর্থন করে। এটা করা হয় কেবলমাত্র ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণের জন্য। তবে আমরা আপনাকে নিশ্চিত করতে চাই যে, কোন ভাবে আপনার কোন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ করবো না। আমাদের কুকি সেটিংস সম্পর্কে বিস্তারিত জানুন এখান থেকে। ‘কুকি’ বিষয়ে আমাদের সাথে আপনি একমত না হলে, দ্রুত আমাদের ওয়েবসাইট পরিত্যাগ করুন এবং ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করুন।
- GramBangla24.Com ওয়েবসাইটে যখন কোন তথ্য প্রকাশ করা হয় তখন প্রয়োজনে অন্য কোন ওয়েবসাইটের লিংক বা বহিঃ সংযোগ, ছবি, ভিডিও ও পাতা সংযুক্ত করা হয়। এমন বহিঃ সংযোগ, ছবি, ভিডিও, পাতা সংযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবসাইটের গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে। এক্ষেত্রে GramBangla24.Com কর্তৃপক্ষ কোন ভাবে বহিঃসংযোগ কৃত ওয়েবসাইটের গোপনীয়তার নীতি ও তথ্যের দায়ভার গ্রহণ করবে না।
- GramBangla24.Com ওয়েবসাইট আর্থিক কারণে বিজ্ঞাপন প্রদর্শন করে। প্রদর্শিত বিজ্ঞাপন সমূহ সংশ্লিষ্ট বিজ্ঞাপন দাতা বা তৃতীয় পক্ষ নিয়ন্ত্রণ করে। তাই ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপন সমূহের দায় কর্তৃপক্ষ নেবে না। এক্ষেত্রে সকলের সচেতনতা ও বিবেচনা কাম্য।
- GramBangla24.Com এর তথ্য প্রচার ও যোগাযোগের মাধ্যম হিসাবে আমরা যুক্ত আছি ফেসবুক পাতা, টুইটার পাতা, গুগল প্লাস পাতা সহ অন্য সব সামাজিক মাধ্যমে। আমাদের গোপনীয়তার নীতির সাথে অন্য কোন সামাজিক মাধ্যমের গোপনীয়তার নীতির ভিন্নতা থাকতে পারে। তাই এক্ষেত্রে সংশ্নিষ্ট ওয়েবসাইটের গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে। এর জন্য GramBangla24.Com কর্তৃপক্ষ কোন কোনভাবে দায়ী নয়।
- কোন প্রকার নোটিস বা পূর্ব ঘোষণা ছাড়া GramBangla24.Com কর্তৃপক্ষের প্রয়োজনে বা জাতীয় ও আন্তর্জাতিক আইনানুগ প্রয়োজনে, গোপনীয়তা নীতিমালার সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এর ক্ষমতা রাখে।
- আপনি যদি আমাদের গোপনীয়তার নীতির (Privacy Policy) সাথে একমত পোষণ না করেন, তাহলে GramBangla24.Com ওয়েবসাইট ভিজিট, লেখা ও মতামত প্রদানে বিরত থাকুন।
- লেখা, পড়া ও মতামত প্রদানের আগে এর নীতিমালা ও ব্যবহারবিধি ভালোভাবে পড়ে নিন।