প্রামাণিক জালাল উদ্দিন এর গান
ইসলামী গান
তুমিই আল্লা দয়ার সাগর, সালাম নবী করিম মুস্তফায়
বান্দা পাপী হাত তুলেছি, নুরের চ্ছটায় প্রভু হটাও আঁধার।।
তুমিই আল্লা মাবুদ মওলা, তুমিই মালিক খালিক রাহিম
তোমার নামের ফজিলতে, হয় দুনিয়া রঙে রঙিন
তোমার দ্বীনের শিক্ষা চাহি, শক্তি চাই জয়ে মনের আঁধার।।
আল্লা প্রিয় নবী মুহম্মদ, দরুদ পড়ি আজ তোমার নামে
তুমিই মুহম্মদ তুমিই আহম্মদ, নূর নবী হলে তোমার শানে
তোমার নামে শান্তি চাহি, দূর কর হে নবী অশান্তি-ভার।।
আমরা তোমার পাপী বান্দা, পাপ করি আজ তোমায় ভুলে
তোমার ক্ষমার নাই সীমা নাই, ডাকি প্রভু আজ সবাই মিলে
তোমার কাছে মুক্তি চাহি, শক্তি দাও দূরে মনের আঁধার।।