Press "Enter" to skip to content

আজব দেশের আজব মানুষ

প্রামাণিক জালাল উদ্দিন-এর গান

আজব দেশের আজব মানুষ

আজব দেশের আজব মানুষ আজব কান্ড-কারখানা
মানুষগুলো হাটছে পিছে সামনে কি তা দেখছে না।।

পা দুটি আছে সত্য, আগের দিকে চলছেনা
নতুন মতে নতুন পথে, হোঁচট খেতে চাইছে না
নতুন পথে চলতে কষ্ট, তাই সামনে যাচ্ছে না।।

চোখ দুটি মাথার পিছে, সামনে কিছুই দেখছে না
অতীত নিয়ে ভাবছে শুধু, বর্তমানে চলছে না
ভবিষ্যতের ভাবনা ভাবা, শুধুই মনের কল্পণা।।

আজব দেশের আজব কান্ড, বলবো কত আর
কথার-কথাই চলছে এ দেশ,নাইকো জুড়ি তার
এমন দেশে জন্ম নিয়ে, কষ্ট কি তা বলবো না।।

One Comment

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।