Press "Enter" to skip to content

গুগল অ্যাডসেন্স এখন বাংলা সাইটে বিজ্ঞাপন দেবে

অনলাইন আয়: গুগল অ্যাডসেন্স

গুগল অ্যাডসেন্স Google AdSense এখন থেকে বাংলা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেবে। এতদিন শুধু ইংরেজী ওয়েবসাইট সহ অন্য ভাষার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল সহ মোবাইল এ্যাপসে বিজ্ঞাপন দিত। গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার গুগল তার নিজস্ব অ্যাডসেন্স ব্লগে এ ঘোষণা দেন।

আপনি যদি কোন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ হোন, তাহলে আপনিও একটি ওয়েবসাইট নির্মাণ করে ও তাতে লিখে আয় করতে পারেন। তবে আপনার বিষয় সংশ্লিষ্ট লেখাটি ইউনিক হতে হবে। অন্যের লেখা চুরি করে বা কপি পেস্ট কোন লেখায়, আপনি গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন পাবেন না। আর আপনার ওয়েবসাইট ও লেখার যথেষ্ট পাঠকও থাকতে হবে। আরেকটি কথা, আপনার ওয়েবসাইট কে হতে পাঠক উপযোগী ও সহজে ব্যবহারযোগ্য। এই বিষয়ে বহুল তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন: https://support.google.com/adsense/

ইংরেজী ভাষা সহ অন্যান্য ভাষার ওয়েবসাই গুগল অ্যাডসেন্স Google AdSense অনেক আগে থেকে বিজ্ঞাপন দিত। কিন্তু ইদানিং বাংলা ভাষার ওয়েবসাইট ও বাংলা ভাষার ব্যবহারকারীর সংখ্যা বিবেচনা করে গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

আপনার যদি আপনার নিজের লেখার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস থাকে তাহলে আজই শুরু করুন। বিস্তারিত জানতে এই লিংকটিতে ক্লিক করুন: https://www.google.com/adsense

One Comment

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    19 + seventeen =